বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি :
সিলেট বিভাগে কর্মরত ট্রাফিক বিভাগের সার্জেন্ট নুরুল হুদার নগরীর চৌকিদেখি বাশবাড়ি এলাকার ভাড়াটে বাসায় চুরি সংঘটিত হয়েছে। এ সময় বাসায় কোন লোকজন ছিলো না। ২৩ ফেব্রুয়ারি বাসা তালাবদ্ধ করে পরিবারের সবাইকে নিয়ে সার্জেন্ট নুরুল হুদা তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যান। শনিবার ২৫ ফেব্রুয়ারি রাতে বাসায় ফিরে দেখেন বাসাটির দরজা ভিতর থেকে বন্ধ রয়েছে। বাসার পিছনে গিয়ে দেখেন জানালার গ্রীল কেটে বাসায় চুরি সংঘটিত হয়েছে। বাসা থেকে নগদ একলক্ষ টাকা, ৯ ভরি ওজনের স্বর্ণালংকার ও মালামাল চুরি হয়েছে। এ চুরির ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতেই চোর সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।
আম্বরখানা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মফিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে খবর পাওয়া গেছে শনিবার রাতে সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ- পুলিশ মহা পরিদর্শক এম এ জলিলের গ্রামের বাড়ি বেলতলীতেও ডাকাতির ঘটনা ঘটেছে।##