আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সমাবেশ শেষে একটি মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে বঙ্গবন্ধু ম্যূরাল চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ।
যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুব-লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক আশিকুর রহমান তুহিন, পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদলসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের
নেতৃবৃন্দ।