শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
তেরখাদা প্রতিনিধি // সাগর
ভূমি সেবায় খুলনা জেলার মধ্যে ইতিহাস গড়লেন তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
খুলনা জেলার মধ্যে নামজারিতে তেরখাদা উপজেলা শীর্ষে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সহকারি কমিশনার ( ভূমি ) এর অতিরিক্ত দায়িত্ব পালন করে ভূমি অফিসে জনসাধারণের ভোগান্তি দূর করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছেন।
যথা নিয়মে এবং যথা সময়ে ভূমি অফিসের কার্যাদি সম্পাদন করে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
অতি সহজেই ভূমি অফিস থেকে নামজারি ভি পি সার্টিফিকেট কেস, সরকারি খাস জমি বন্দোবস্তো, হাট-বাজার পেরিফেরি অন্তর্ভুক্ত করা, ২৩ এর ৩ ধারা, নিলাম রোদ ও রোহিতকরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পাদিত হয়।
সেবার দিক দিয়ে খুলনা জেলার মধ্যে তেরখাদা উপজেলা এখন এগিয়ে আছে।
ভূমি অফিসে ভুক্তভোগীরা এখন আর ভোগান্তিতে পড়ছেন না বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন ভুমি সেবায় খুলনা জেলার মধ্যে তেরখাদা উপজেলা শীর্ষে রয়েছে।
তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছতা জবাবদিহিতামূলক এবং উন্মুক্ত পরিবেশে দ্রুত সময়ের মধ্যে ভূমি সেবা প্রদানের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভূমি অফিসে থাকবে না কোনো দালাল বাটপাড়।
তিনি কখনও কোনো সময় দালাল বাটপারদের দ্বারা প্রভাবিত বা প্রতারিত না হয়ে নিজের কাজ নিজেই করার অনুরোধ জানান।
ঘরে বসে অনলাইন ই-নামজারি আবেদন করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ঘরে বসেও অনলাইনে ভূমি উন্নয়ন কর ( খাজনা ) পরিশোধ করার জন্য সকলকে অনুরোধ করেন।