-বশির আহমদ
মিথ্যা স্বপন লালন করে আজও আছি চেয়ে
কান্নার আকাশ ভারি হয়ে অশ্রু পড়ে বেয়ে।
চোখের তারায় ঝাপসা দেখি ধূ-ধূ বালুচর
দিবানিশি ভাঙ্গে আমার স্বপ্ন বাঁধার ঘর।
তবুও থাকি হিজল বনে তোমার অপেক্ষায়
মেঠো পথে চলতে যদি একটু খুশবু বায়।
ইহাই তবে অশেষ প্রাপ্তি নিখুঁত পাওয়ার তরে
ভালোবাসা এই বুঝিব হৃদয় নেবো ভরে।
ভবের ভেলায় চড়ে তুমি করছো অবহেলা
ভেবে নেবো ইহাই প্রেম খুনসুটিরই খেলা।
শতো কষ্টের পরও যদি আসো বারেক ফিরে
ক্ষমার কপাট খোলা থাকবে আমার ভাঙ্গা নীড়ে।