শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জ
দোয়ারায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী সহ একই পরিবারের ৭ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত স্বামী-স্ত্রীকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শনিবার দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাইত্যা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রামের মছদ্দর আলীর স্ত্রী আফতেরা বেগমের সাথে মৃত নেয়াব আলীর পুত্র আবুল হাসনাতের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শনিবার দুপুরে ঘাস খায়ানোর জন্য গরু নিয়ে বিরোধকৃত জমিতে যায় আফতেরা বেগম। এখানে আফতেরা বেগমের সাথে প্রতিপক্ষের লোকজনের উত্তপ্ত বাক-বিতন্ডা হয়।
এ ঘটনার জের ধরে আবুল হাসনাত ও তার স্বজন বাবুল মিয়া, আবুল খয়ের, আবু লেইছ সহ লোকজন আফতেরা বেগমের উপর হামলা চালায়। স্ত্রীকে উদ্ধার করতে এসে আফতেরা বেগমের স্বামী মছদ্দর আলীও প্রতিপক্ষের হামলায় আহত হয়। এক পর্যায়ে হামলাকারীরা আফতেরা বেগমের বাড়িতে থাকা লোকজনদের উপর চড়াও হয় এবং মারধর করে আহত করে।
গুরুতর আহত আফতেরা বেগম ও মছদ্দর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুকুরবি বেগম, সাজমা বেগম, শিল্পী বেগম, জুনেদ মিয়া, হাফিজ আহমদ সহ আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে দোয়ারা থানার এসআই সম্রাট ঘটনাস্থল পরিদর্শন করেন।