শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
গীতি গমন চন্দ্র চন্দ্র রায় :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৩শে মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা সভা কক্ষে হলিষ্টিক এপ্রোচ টু ট্যাকল চাইল্ড লেবার ইউথ ইমফেসিস অন ওরষ্ট ফর্মস অফ চাইল্ড লেবার ডেভলভড,এপ্লাইড এন্ড প্রুফড সাকসেসফুল ইন সিলেক্টেড রিজিওন অফ বাংলাদেশ “(সিএলএমএস)প্রকল্প)”ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ইএসডিও এবং সহযোগিতায় ইন্টার ন্যাশনাল অর্গানাইজেশন এর উদ্যোগে ঝরে পড়া স্কুল শিক্ষার্থী ও শিশু শ্রম নির্মূল প্রতিরোধ করতে সভর আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, পীরগঞ্জ পৌর মেয়র মোঃ ইকরামুল হক,৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়,৩নং খনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ,ভাইস চেয়ারম্যান ভারতি রানী,বাহামনি মর্মু,সুচিত্রা হাসদা,ইএসডি প্রকল্প বাস্তবায়ন ম্যানেজার প্রদীপ চন্দ্র শীল,প্রমুখ।
এ আলোচনায় শিশু শ্রম নির্মুল করতে শিশুদের স্কুলে পড়াশোনা করতে সহায়তা ও ইএসডিওর প্রেমদীপ প্রকল্পের উপকার ভোগীদের কথা তুলে ধরা,আদিবাসীদের শ্মশান ঘাট করে দেওয়ার কথা,এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপীকান্ত রায় হিন্দুদের শ্মশান ঘাটের সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি,৭নং হাজীপুর ইউপির চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন,৫ নং সৈয়দ পুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই,২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃগোলাম মোস্তফা, সুবিধা ভোগী আদিবাসী সম্প্রদায়ের লোক জন,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।