দেশবাসী জানে আমি যা বলেছি, যা লিখেছি তা আইনের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যা নয়। তারপরেও সরকারের আইনের প্রশাসন নিরব থাকবে, আদালতের এজলাসে মিথ্যাকে খালাস দিবে।
কেননা সে আইন সত্যের নয়, সে আ'লীগের। সে ন্যায়ের নয়, সে আ'লীগের নেতাকর্মীদের। সে স্বাধীন নয়, সে রাজনৈতিক দলের নির্দেশে নিয়ন্ত্রিত। তবু জিজ্ঞাসা করছি, এই যে আইনের প্রশাসন, সংবিধানের বিচারাসন – এসব কি গনতন্ত্রের??? নাকি একান্তই আ'লীগের? এই যে প্রশাসন আর বিচারকগণ তাদের বিবেকের ঘরে কি তালা লাগিয়ে রেখেছে আ'লীগ নামক রাজনৈতিক দল???
তবে কেন এতগুলো পত্রিকার সংবাদ প্রকাশিত হওয়ার পরেও তাদের চোখে দেখে না_শত শত নির্যাতিত পরিবারের করুন পরিনতি??? কেন কানে শোনে না অসংখ্য পরিবারের উপরে অমানবিক নির্যাতনের আর্তচিৎকার??? কে জবাব দিবে এসব নির্মম বাস্তব প্রশ্নের???
কে দেখবে একবার গুগলে লিখে সার্চ করে_ "ভূমিদস্যু সালাউদ্দিন সরকার" অতঃপর পত্রিকা নিউজগুলো পড়লে যেকোন মানুষের বিবেকে আবেগ জেগে উঠবে_অন্তর ব্যথিত হবে। রক্ত টগবগিয়ে উঠবে_বিদ্রোহের ডাক দিবে অন্যায়ের প্রতিবাদে। একেমন রাষ্ট্র ব্যবস্থা???
সরকারের রাজনৈতিক দলের টাইটেল ব্যবহারকারী কুখ্যাত সন্ত্রাস ও দুর্নীতিবাজ_ ভূমিদস্যু সালাউদ্দিন সরকারের অমানবিক নির্যাতন_অপহরণ, গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, গুলি বর্ষন, ভাংচুর, লুটপাট, জবরদখল চলছেই হরদম। একি সরকার ও প্রশাসন জানে না???
কি করে অস্বীকার করবে_ জাতীয় পত্রিকা সহ অসংখ্য পত্রিকার প্রকাশিত সংবাদগুলো??? কিভাবে অস্বীকার করবে_নির্যাতিত জনতার সম্মিলিত সংবাদ সম্মেলন??? কিভাবে অস্বীকার করবে গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগে মানববন্ধন??? কিভাবে অস্বীকার করবে সোস্যাল মিডিয়াতে অপর্যাপ্ত প্রচারণা???
তবে কিসের শ্লোগান প্রশাসনের_পুলিশ জনতা বন্ধু_ তবে কিসের প্রতিশ্রুতি সরকার প্রধানের_আ'লীগে সন্ত্রাস ও দুর্নীতিবাজ এর স্থান নেই??? তবে কিসের উৎসাহ সরকারের_ দুর্নীতির তথ্য দিন_ব্যবস্থা নেব????
গনতন্ত্রকে জিম্মি করে_মধ্যযুগীয় বর্বরোচিত নির্যাতন করছে জনসাধারণের উপরে_আ'লীগ নামধারী ভূমিদস্যু সালাউদ্দিন সরকার। অথচ সরকার ও প্রশাসন নিরব। এই নিরবতার রহস্য কি??? কে খুলবে এই রহস্যের জট??? এতো মাত্র সামান্য কিছু নির্যাতনের প্রতিবেদন তুলে ধরেছে সংবাদমাধ্যম।
এমনও বর্বরোচিত নির্যাতন চালিয়েছিলো ভূমিদস্যু সালাউদ্দিন সরকার নিজের আপন খালাতো ভাই আমার পরিবারের উপরে_যা লিখে খবরের কাগজে প্রকাশ করাও অপরাধ হবে।
কে করবে সেই তদন্ত??? ভূমিদস্যু সালাউদ্দিন সরকারের কালো টাকার পাহাড়ের কাছে সবকিছুই শীতল হয়ে যায়। আরও একবার বলছি_ গুগলে লিখে সার্চ করুন(ভূমিদস্যু সালাউদ্দিন সরকার/Salauddin Sarkar Bhaluka) অতঃপর অসংখ্য পত্রিকা নিউজগুলো পড়লেই বুঝতে পারবেন।
সোস্যাল মিডিয়া ও ইউটিউবে দেখুন আমি শফিকুলের উপরে অমানবিক নির্মম নির্যাতনের আংশিক প্রচারণা। সম্পূর্ণ নির্যাতনের বর্ননা দেওয়ার কথা আমি বাংলা ভাষায় খোজে পায়নি। ভূমিদস্যু সালাউদ্দিন সরকারের কাছে গনতন্ত্র জিম্মি হতে বাকি আছে কি???
আ'লীগের এমপি, মন্ত্রী বা জনপ্রতিনিধি নয় ভূমিদস্যু সালাউদ্দিন সরকার। আ'লীগ নামধারী একজন কুখ্যাত সন্ত্রাস ও দুর্নীতিবাজ ভূমিদস্যু সালাউদ্দিন সরকার। আর তাই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার_ দৃষ্টি আকর্ষণ করছি_উক্ত সন্ত্রাস বাহিনী কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে_নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষভাবে অনুরোধ করছি_
__নির্যাতিত জনতার তরে শফিকুল ইসলাম ___