বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
নাহফিন রেজা,বিশেষ প্রতিনিধি, গাজীপুর
বন্ধু শব্দটির তাৎপর্য কতটা মহান তা কারও ই অজানা নয়।বন্ধু হচ্ছে প্রতি মুহুর্তের কাছে থাকা ছায়াময় বাস্তবতা হয়ে আর খারাপ সময়ে ভালোবাসার হাতটি বারিয়ে দেয়া একটি মহৎ উদাহরণ। আমাদের দৈনিক জীবনে বন্ধু নামটি ওতপ্রোতভাবে জড়িত।
বন্ধু ছাড়া যেমন আড্ডা চলেনা,তেমনি ভালো বন্ধু ছাড়া সপ্ন ও বাস্তবায়ন করা কঠিন। তেমনি এক বন্ধুত্বের গল্প আজ রচিত হলো প্রেমময় লেখনিতে। জুলেখা আক্তার নোভা (২৩), মুনিয়া মনি (২৪) দুজনেই বন্ধু তবে তারা বন্ধুর চেয়েও বড় বন্ধু মানবিক পেশা খ্যাত নার্সিং পড়াশোনায় এক ই প্রতিষ্ঠান এর ক্লাসমেট।তাদের সুদুরপ্রসারি চিন্তা এক,সপ্ন এক,ভালোবাসা ও এক।
নার্স হতে হবে দেশের মানুষ কে সেবা দিতে হবে এক ব্রত নিয়ে বন্ধুত্বে আবেগে আবদ্ধ হয়েছি।জুলেখা নোভার একান্ত সাক্ষাৎকারে বলেন বন্ধুত্ব হচ্ছে সব সময় পাশে থাকা আর পরের তরে বন্ধুত্বের হাত এক সাথে বাড়িয়ে দেয়াই বন্ধুত্ব।
আমার ইচ্ছে আমি নার্স হয়ে মানুষকে সেবা দিব।বাবা মায়ের ইচ্ছে আমি মানুষের তরে নিজের শিক্ষা আর ভালো কাজের স্বীকৃতি গুলো উৎসর্গ করা।আর এই সপ্ন বাস্তবায়নে যদি বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেয় আমারি মত আমার প্রতিষ্ঠান এর ক্লাসমেট তাহলে তো কথা ই নেই।
তাই বন্ধু যদি মনের মত হয় তাহলে পথ চলায় বাধা বিপত্তি দূর হয় খুব সহজে।অন্য দিকে মুনিয়া আমাদের জানায় বন্ধু হচ্ছে ছায়ার মত প্রতি মুহুর্তে পাশে থেকে চলে প্রতিটি পথ।তবে আমি যেহুতু নার্সিং ছাত্রী আর আমার বন্ধুটিও এক ই পথের নাবিক তাহলে তো কথা ই নেই।আমি চাই যেকোনো বন্ধুত্ব সপ্ন বাস্তবায়নের পথ প্রদর্শক হওয়া উচিত।
বন্ধুত্ব না মানে বাধা না মানে কোন উতকন্ঠা।তাই ভালো বন্ধুত্ব জয়ী হয় সবসময় পথের আলো হয়ে।