বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
_____শফিকুল ইসলাম
আমি সৃষ্টির সেরা মানবজাতি
সমগ্র পৃথিবীর চেয়েও আমি অনেক দামী,
সীমাবদ্ধ নই আমি জন্মভূমির তরে
কল্যাণ সাধন করি মানবজাতির জন্যে।
আমি সৃষ্টির সেরা মানবজাতি
তখনি কিছু আবিষ্কার করি
যখনি উদ্দেশ্যের ছবি অন্তরে আঁকি,
সেরা পদবী আমি অর্জন করিনি
পদবী দিয়েছেন স্রষ্টা যিনি।
আমি সৃষ্টির সেরা মানবজাতি
তাই তো ভুল করে দোষ করি,
দোষ করবো পাপ হবে
ক্ষমা চাইবো বিধাতার কাছে,
ক্ষমা করবেন বিধাতা
সংবিধানটি তাঁরই আঁকা।
আর তাই_
আমরা সবাই সৃষ্টির সেরা