মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধি
এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করেছেন।লিখিত এজহারে বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামস্থ মেইন পিলার ৪৭ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নিই। সকাল ৯টার দিকে দেখতে পাই ৪৭ মেইন পিলার হতে ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধানের ক্ষেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালাবার চেষ্টা করে।এসময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার কাঁধে থাকা বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি এন্ড্রোয়েড মোবাইল সেট,ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম এবং ভারতীয় নির্বাচন কমিশন, নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়। এজহারে বিজিবি আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপঙ্কর জানিয়েছে উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে সে বাংলাদেশে এসেছে।
আসামি দীপঙ্কর মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রি করার উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ধারা এবং ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ৪ ধারার দণ্ডনীয় অপরাধ করেছে। এজহারে আরো জানানো হয় আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় আনার কারণে বিলম্ব হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানিয়েছেন-সন্ধ্যায় মামলা রেকর্ড করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেফতার দেখিয়ে যশোর আদালতে পাঠানো হয়।