রচনায় : সৈয়দ ইসমাইল হোসেন জনি
হৃদয়ে আমার লাগে দোলা
মধুর আযান শুনে ,
অমিয় ধ্বনি যায়না ভোলা
তৃপ্তি পাই বহুগুণে ।
মনে হয় খুব যাদু আছে
সেই মধুর আযানে ,
যেনো আল্লাহ আছেন পাশে
মনেপ্রাণে শান্তি আনে।
নির্দিষ্ট এক সময় পরে
আযানের ধ্বনি উঠে ,
আল্লাহতালার নিজ ঘরে
মসজিদে যাই ছুটে ।
পবিত্র হই উত্তমরূপে
ওজু করি ভালভাবে ,
এবাদত করি চুপেচুপে
পরকালে বাঁচা যাবে ।
এভাবেই যোগসূত্র ঘটে
আল্লাহ-বান্দার সাথে ,
মহান প্রভু বাঁচাবে বটে
ঠেকলে পাড় ঘাঁটাতে ।
ভাসতে হবে চোখের জলে
নিদানে পড়লে কভু ,
নামাজ,রোজা, পুণ্যের ফলে
বাঁচাবে মহান প্রভু ।
রঙিন এই ধরণী তল
নেয়ামতে ভরপুর ,
পশুপাখি আর ফুলফল
দিছেন প্রভু প্রচুর ।
দয়াময় সেই মহীয়ান
তার নিজ পক্ষ হতে
সবকিছু করেছেন দান
সীমাহীন কুদরতে ।
আযানের সেই আহবানে
ধর্মপ্রাণ মুসলিম ,
ছুটে যায় মসজিদ পানে
ডাকে যবে মুয়াজ্জিন ।
খুব প্রিয় মধুর আযান
মুগ্ধ এস.আই. জনি
ঠান্ডা হয়ে যায় মন-প্রাণ
শুনে আযানের ধ্বনি ।
রচনাকাল : ৩০/০৩/২০২৩ ইং বৃহস্পতিবার