মোঃনাজমুল হোসেন বিজয়।ষ, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার তালতলী উপজেলার সকল ইউনিয়নয়ে প্রতি বছরের মতো এ বছর ও সূর্য মুখি চাষ করছেন কৃষকরা কিন্তু প্রতি বছরের চেয়ে এ বছর তাদের সূর্য মুখি চাষ করতে কম কষ্টো হইছে বলে জানিয়েছেন তারা।
তারা আরো জানান যে কৃষি কাজের মূল হলো পানি আর আমরা এতো বছর যাবত এই পর্যাপ্ত মিষ্টি পানি পেতাম না কিন্তু এ বছর তালতলী উপজেলার নির্বাহী অফিসার তালতলী উপজেলার দুইটি লবন পানি প্রবাহিত সুইচ গেট বন্ধো করে দিয়েছে যার কারনে আমরা নিয়মিত সময় মিষ্টি পানি পেয়েছি আর এই এই মিষ্টি পানির জন্য এ বছর আমাদের ফলন আগের বছেরর তুলনায় অনেক টা ভালো হয়েছে বলে জানিয়েছেন তালতলী উপজেলার কৃষকেরা।
তারা আরো জানান যে এই রকম জদি আমাদের দিকে নজর রাখে তালতলী উপজেলা পরিষদ তাহলে আমরা আরো ভালো ফলন পেতে পারি ও তালতলী উপজেলা কে দরিদ্র মুক্ত করতে সক্ষম হবো