সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত লালন মিয়া ( ২৮) নামের এক যুবক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার(৩১ মার্চ) দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে এঘটনাটি ঘটেছে।
জানাগেছে, কিছু দিন আগে একই গ্রামের হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে মাছ ক্রয় করে কলিম উদ্দিনের পুত্র লালন মিয়া।
শুক্রবার দুপুরে লালন মিয়া বাড়ি থেকে মানিকগঞ্জ বাজারে যাওয়ার পথে ব্রিজ সংলগ্ন এলাকায় গেলে দেখা হয় হাবিবের সাথে শুরু হয় পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে হাবিব দেশীয় অস্ত্র দিয়ে লালন মিয়ার মাথায় আঘাত করে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা আহত লালন মিয়াকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত লালনের মায়ের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান তার ছেলের কাছে হাবিব কোনো টাকা পায় নি। টাকা পায় কাজী মাষ্টার এনামুল হক। আর হাবিব চাকুরি করে এনামুল হক মাষ্টারের বাড়িতে। হাবিব আমার ছেলের অতর্কিত ভাবে হামলা করেছে।
মাস্টার কাজী এনামুল হক জানান, পাওনা টাকা চাইতে তিনি হাবিবুর রহমানকে বলেন নি।তিনি মসজিদের বাউন্ডারি নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন। ঘটনার খবর পেয়ে লালন মিয়াকে কৈতক হাসপাতালে নিয়ে গেছেন।পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।