মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনায় মহেষপুর ৫৮ বিজিবির টহলদল দর্শনা রেলগেট থেকে ৪ দশমিক ৪,১৬ কেজির ২২ টি স্বর্ণের বার ও মোটর সাইকেল সহ ১ জনকে আটক করেছে।
বিজিবির উপ অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান ৫ এপ্রিল বুধবার দুপুর ৩টায় বিজিবির টহল দল গোপন
সংবাদের ভিত্তিতে দর্শনা- জীবননগর মহা সড়কের উথলি নামক স্থানে অপেক্ষা করছিল। এ সময় সন্দেহ
ভাজন একটি মোটর সাইকেলকে ডাউন দিলে চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করে। বিজিবি মোটরসাইকেলের পিছু ধাওয়া করে দর্শনা রেলগেটের কাছে দর্শনা মোবারক পাড়ার রাজ্জাক খানের ছেলে সাইদ খান বাংলা(৪০) কে আটক করে।পরে তার মোটরসাইকেলের ছিটের নিচে বিশেষ কায়দায় রাখা ২২টি স্বর্নের বার উদ্ধার করা হয়। মহেষপুর ব্যাটালিয়ন বিজিবি-৫৮ অধিনায়ক লেঃ কর্নেল মাদুদ পারভেজ রানা জানান, আটক স্বর্নের বাজার মুল্য ৩ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ১৩৫ টাকা। এব্যাপারে বিকালে দর্শনা থানায় মামলা করা হয়েছে।