মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় ১০/০৪/২৩ইং সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা প্রশাসন ও জেলা ও উপজেলা পরিসংখান বিভাগের যৌথ উদ্যোগে ট্যাবলেট বিতরণ আনুষঠান অনুস্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুযাডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরপ এ ট্যাবলেট দেওয়া হচ্ছে।যারা এগুলোর যোগ্য তারাই এগুলো পাচ্ছো।তোমরাই এক সময় দেশের অবদান রাখতে সক্ষম হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান,জেলা পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।