বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
গীতি গমন চন্দ্র রায় গীতি
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার অন্তর্ভুক্ত চতুরাখোর (পাঠানপাড়া)নামে এক গ্রামে অসহায় গৃহবধু (৩২)কে গণধর্ষন ও মারপিটের প্রেক্ষিতে রুহিয়া থানায় মামলা দয়ের করেন।তবে উক্ত ঘটনায় সম্প্রতি গত বুধবার ঐ এলাকায়র স্থানীয় এক ইউপি সদস্য সহ ৯ জনের নামে মামলা দেন রুহিয়া থানায়।উক্ত মামলাটি দায়ের করেন ভুক্তভোগী গৃহবধু।বিষয়টি ৩ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি বলে জানা যায়।
মামলার বিবরণে প্রকাশ থাকে যে,সম্প্রতি গত ২০শে এপ্রিল ২০২৩ গৃহবধু তার শ্বশুড়ের ভুট্টা ক্ষেতে পাতা তুলছিলেন সে সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর গ্রামের (পাঠানপাড়া )এলাকার মো: আকবর আলীর ছেলে মোঃমোস্তাফিজুর রহমান (গাজী)’র নেতৃত্বে ৩ জন লোক পেছন থেকে ঐ গৃহবধুর মুখ চেপে ধরে ধর্ষনের উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়।এ সময় গৃহবধু চিৎকার করার চেষ্টা করলে মোস্তাফিজুর রহমান ও অন্যান্য আসামীরা ধারালো অস্ত্র বের করে গলায় লাগিয়ে চিৎকার করতে নিষেধ করলে পরক্ষনেই আসামীরা ঐ গৃহবধুর মুখে উড়না পেঁচিয়ে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষন করে।
সেসময় একই গ্রামের এক নারী চিৎকার শুরু করলে আশপাশের মানুষ জন ঘটনাস্থলে এসে উল্লেখিত ৩ জন ধর্ষককে আটক করে।সেই সংবাদ আটককৃতদের বাড়িতে পৌছালে তারাও দলবল নিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র-স্বস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারপিট শুরু করে গৃহ বধুকে আহত করে এবং ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করেন।পরে এলাবসীর সহযোগীতায় ঐ গৃহবধু সহ আহতদের ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ঐ গৃহবধুর ডাক্তারী পরীক্ষার আলামত সম্পন্ন হয়।
তবে গনধর্ষণ ও মারপিটের ঘটনার বিরুদ্ধে অভিযোগ করে রুহিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্ত ভোগী।
আর এ ঘটনার আসামীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার চতুরাখোর (পাঠানপাড়া) গ্রামের মোঃআকবর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (গাজী) ৩৫), মৃত এশরারুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৩৩), জয়নাল আবেদিনের ছেলে ও আখানগর ইউপির ৯নং- ওয়ার্ডের মেম্বার মোঃজনি পারভেজ (৩১), মৃত ইশারত খাঁয়ের ছেলে মো: মোকাব্বের আলী, মৃত আজির উদ্দীনের ছেলে মো: হোসেন আলী (৩৮), মোঃআকবর আলীর ছেলে মোঃ মশিউর রহমান (৩৪), মৃত জমি উদ্দীনের ছেলে মোঃআব্দুস সাত্তার (ছত্তর),মোঃআকবর আলীর ছেলে মোঃ মনছুর আলী (৩০), মৃত আজির উদ্দীনের ছেলে মো: আকবর আলী (৫৮)।