মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবীদের সাথে
আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মে বুধবার বিকাল ৪.০০ টায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আশরাফুল আলম’র সভাপতিত্বে ও ইউনিয়ন বিট পুলিশিং ইনচার্জ এস.আই শ্রীবাস কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক কুদরতী ইনামুল বাশার বাচ্চু, গিলাতলা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত পাল প্রমুখ।
সভায় বক্তৃতা কালে রামপাল থানার (ওসি) এস. এম. আশরাফুল আলম বলেন যে, পুলিশ জনগণের সেবক, বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বদা মানুষের সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোন আপোশ হবে না, আইন লঙ্ঘনকারী সে যেই হোক না কেন কোন ছাড় পাবে না। সকল অপরাধ মূলক কর্মকান্ডের তথ্য দিয়ে রামপাল থানা পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান জানান।
সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী ও পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।