বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলে ১৬/০৫/২০২৩ কালিয়া উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নড়াগাতী থানার তেলিডাঙ্গার গ্রামের পল্লী চিকিৎসক আমিনুল ইসলাম (২৯) হত্যা মামলায় নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা নেতৃত্বে সোমবার বিকালে নড়াগাতী থানা পুলিশের অভিযান চালিয়ে এজাহারনামীয়১ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামি হলেন- নড়াগাতী থানাধীন গোবরাডাঙ্গা গ্রামের ওলি মিয়া ফকিরের ছেলে আমিনুর ফকির (৪০)।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত আছে।