রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
সাবধান আপনি নিজেই নিজের সন্তানকে ও পরিবার পরিজনদেরকে নিজের কষ্টের উপার্জন টাকা দিয়ে কি কিনে খাওয়াচ্ছেন
ভারত, থেকে আমদানিকৃত আঙ্গুর গোত্রীয় ফল এটি। আঙ্গুর কেনার আগে সাবধান থাকবেন, মনাক্কা আঙ্গুরের মতো দেখতে এবং খেতে হলেও এগুলো খেলে অনেকের গলা চুলকায়। বিশেষ করে যাদের এলার্জিটিক সেনসিটিভিটি আছে তারা এই মনাক্কা থেকে সাবধান।
বর্তমানে এই দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারেও এর দাম আঙ্গুরের অর্ধেক! খুচরা বাজারে মনাক্কা এর মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা এর বেশি নয়। তাই অনেক অসাধু বিক্রেতা এই মনাক্কাকে আঙ্গুর বলে আঙ্গুরের দামেই বিক্রি করছে।
মনাক্কা এবং আঙ্গুরের মধ্যে পার্থক্য:-
👉 আঙ্গুর আর মনাক্কার মাঝে আসল পার্থক্য এর বীজ। মনাক্কার বীজ বড়, রং গাঢ় বাদামি বা সবুজ রংয়ের আর আঙ্গুরের মাঝে কোনো বীজ থাকে না।
👉 মনাক্কার সাইজ নরমাল আঙুরের থেকে বড়, যা প্রায় দুই থেকে তিন ইঞ্চির মতো হতে পারে।
👉 মনাক্কা আঙুরের থেকে বেশি মিষ্টি আর আঙ্গুর সাধারণত হালকা টক-মিষ্টি হয়। তবে জাত ভেদে মনাক্কাও টক হতে পারে।
👉 মনাক্কার দাম অনেক কম, যার খুচরা মূল্য কেজি প্রতি ১৩০-১৫০ টাকা। অপরদিকে আঙু্র ২০০-২৫০ টাকা প্রতি কেজি।
👉 আঙুর ও মনাক্কা ২ টা দিয়েই কিছমিছ / কিশমিশ হয়। তবে একটায় বীজ থাকে আর আরেকটায় থাকে না।
👉 মনাক্কাকে আবজোশ বা রেজিন ও বলা হয়ে থাকে।
আমি যতটুকু জানতে পেরেছি তাই আপনাদেরকে জানালাম। বাজারে গেলে লম্বা আঙুর দেখলেই ভাববেন না যে এর দাম বেশি এবং ভালো মানের আঙ্গুর, দোকানদাররা আঙ্গুরের দামে আপনাকে মনাক্কা ধরিয়ে দিবে।
যারা আঙ্গুরের নামে মনাক্কা বিক্রি করছেন, আল্লাহ যেন এদের এবং এ সকল ধরনের অসাধু ব্যবসায়ীদের হেদায়েত দান করেন অথবা ধ্বংস করে দেন। ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আপনারা সবাই সাবধান আপনার পরিবার-পরিজন এবং সন্তানদেরকে কি খাওয়াচ্ছেন এ ব্যাপারে আপনারা সবাই সতর্ক হোন ।