রাজধানী তাং ২৯/০৭/২০২৩ ইং ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা উত্তরের বিএনপি আহবায়ক আমানউল্লাহ আমান সহ অনেক নেতাকর্মী সমর্থকদের গ্রেফতার করেছে পুলিশ ।
ঢাকার প্রবেশমুখ বেলা ১১ টার দিকে গাবতলীর অবস্থান কর্মসূচিতে ( অনুমতি না থাকলেও ) বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে অংশ গ্রহণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।
, গাবতলীর অবস্থান কর্মসূচি থেকে পুলিশ সবাইকে চলে যেতে বলেন কিন্তু নেতারা বলেন তারা কোথাও যাবে না ঠিক এভাবেই আনুমানিক ৩০ মিনিট ধরে কথাকথি হয় একপর্যায়ে আমানউল্লাহ আমানকে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের টানা-হেচড়ার এক পর্যায়ে আমান অসুস্থ হয়ে সড়কে পড়ে যান। তখন তাকে ভ্যানে করে নিয়ে যায় পুলিশ।
পুলিশের উপকমিশনার (মিরপুর বিভাগ) জসিম উদ্দীন মোল্লা সাংবাদিকদের জানান, আমানকে গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।