বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, এইউবি ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ও এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নূরুল ইসলাম। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যন মহোদয়ের কার্যালয়ে ১ আগস্ট পূর্ব নির্ধারিত এক বৈঠকে মিলিত হন তারা । এসময় প্রতিনিধি দল এইউবির বর্তমান শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানা দিক নিয়ে অলোচনা করেন। মানসম্মত শিক্ষাপ্রদান অব্যাহত রাখতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন এইউবি ভিসি। ইউজিসি চেয়ারম্যান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংরক্ষণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।
ইউজিসি চেয়ারম্যান এসময় এইউবি প্রতিনিধি দলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এইউবি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানকে মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে পূর্বের চেয়ে আরো বেশি কার্যকরী উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে গুরুত্বপূর্ণ সময় ও দিকনির্দেশনা প্রদানের জন্য কৃতজ্ঞতা জানান এইউবি প্রতিনিধি দল।