বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন
০১(এক) টি চাপাতি, ০৩ (তিন) টি ছুরি ও ০১(এক) টি সুইচ গিয়ারসহ ০৫(পাঁচ) জন আসামী গ্রেফতার।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত¡াবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর স্টেশন রোড ইং ১২/০৮/২০২৩ তারিখ রাত অনুমান ০০.৪০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ০৫(পাঁচ) জন ছিনতাইকারীকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ
১। মোঃ হাসান মোল্লা (৩২), পিতা-মোঃ ইসমাইল মোল্লা @ কালু মোল্লা, মাতা-রাশেদা বেগম, সাং-সরিকল, থানা-গৌরনদী, জেলা-বরিশাল এ/পি সাং-মরকুন (মোল্লার গ্যারেজ), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
২। মিজানুর রহমান সিয়াম (১৯), পিতা-মোঃ ইমারত হোসেন, মাতা-ফারজানা হক মিনু, সাং-খড়রিয়া (মোল্লাবাড়ী), থানা-কালিয়া, জেলা-নড়াইল এ/পি সাং-পাগাড় (ঝিনু মার্কেট), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৩। মোঃ রিগান (১৯), পিতা-মৃত সিদ্দিক, মাতা-নাইফল, সাং-ঘরপাড়া (মৃত সাহা বেপারী বাড়ী), থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ এ/পি সাং-নিকুঞ্জ-২, রোড-২০, বাসা নং-০৫ মোহাম্মদ আলীর বাসার ভাড়াটিয়া, থানা-খিলক্ষেত, ঢাকা।
৪। আশরাফুল ইসলাম (২০), পিতা: আব্দুল আহাদ @ মুজিব, মাতা-তাসলিমা বেগম, সাং-ব্যাংকের মাঠ বস্তি (ভাসমান), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।
৫। মোঃ জনি (২৫), পিতা-মৃত আঃ হামিদ, মাতা-চম্পা বেগম, সাং-খরপাড়া (কান্দাপাড়া), থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর এ/পি সাং-পূর্ব আরিচপুর (বউ বাজার আফজালের বাসার ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর
তাদের কাছ থেকে ০১(এক) টি চাপাতি, ০৩ (তিন) টি ছুরি ও ০১(এক) টি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।দ
টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত আছে।