বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: কক্সবাজারের পেকুয়ার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে পূর্বিতা চাকমা’কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী কর্তৃক ৪৮২ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে পূর্বিতা চাকমা সহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার ইউএনও হিসাবে পদায়ন করা হয়।
পূর্বিতা চাকমা এর আগে কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে সিনিয়র সহকারী সচিবের মর্যদায় সহকারী পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক আদেশে পূর্বিতা চাকমা’কে ইউএনও হিসাবে পদায়নের জন্য তাঁর চাকুরী চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পূর্বিতা চাকমা’র নিজের ও শ্বশুর বাড়ি রাঙ্গামাটি জেলায়।
অপরদিকে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ৩১ আগস্টের একই প্রজ্ঞাপনে পেকুয়া উপজেলার বর্তমান ইউএনও মোঃ মোতাছেম বিল্ল্যাহ (১৭৪১৬)-কে খাগড়াছড়ি জেলার রামগড়ের ইউএনও হিসাবে বদলী করা হয়েছে। মোঃ মোতাছেম বিল্ল্যাহ ২০২০ সালের ১০ সেপ্টেম্বর পেকুয়ায় ইউএনও হিসাবে যোগদান করেছিলেন। মোঃ মোতাছেম বিল্ল্যাহ’র নিজ বাড়ি নোয়াখালী জেলায় এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলায়।