প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৩, ৭:৩৪ পি.এম
হবিগঞ্জের আদালত থেকে হ্যান্ডকাপসহ পলায়কৃত আসামী সিলেটের ভারত সীমান্ত থেকে গ্রেফতার
নিউজ দৈনিক ঢাকার কন্ঠ
এম এ কাদের, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক সদর কোর্ট, হবিগঞ্জ হইতে হ্যান্ডকাপসহ পলায়কৃত আসামী সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভারত সীমান্ত এলাকার বাহাদুরপুর হইতে গ্রেফতার করেছে হবিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেন।
হবিগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, জনাব এস এম মুরাদ আলি'র নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব খলিলুর রহমানের তদারকি, সহকারী পুলিশ সুপার নিমেলেন্দু চক্রবর্তীর (মাধবপুর সার্কেল) তত্ত্বাধানে, পুলিশ পরির্দশ (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান ও পুলিশ পরির্দশ রফিকুল ইসলামের সহযোগিতায় এস আই মোঃ মমিনুল ইসলাম পিপিএম সঙ্গীয় এস আই সনক কান্তি দাশ ও কাশিমনগর পুলিশ ফাঁড়ীর এস আই আব্দুল কাদির সঙ্গীয় ফোর্সসহ অদ্য ১০ই সেপ্টেম্বর রাত অনুমান ০৩.০০ ঘটিকা তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ভারত সীমান্ত এলাকার বাহাদুরপুর হইতে সদর কোর্ট, হবিগঞ্জ এর হ্যান্ডকাপসহ পলায়নকৃত আসামী মোঃ রাজু মিয়া(২৭), পিতা-মোঃ চান বাদশা মিয়া, সাং-শিবরামপুর পশ্চিমপাড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার পূর্বক তাহার পিতা মোঃ চান বাদশা ও তার ভাই সজীব মিয়ার হেফাজত হইতে সরকারী হ্যান্ডকাপ উদ্ধার করেন ।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। আসামী মোঃ রাজু মিয়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব জাকির হোসেনের আদালতে প্রদান করে।
Copyright © 2024 দৈনিক ঢাকার কন্ঠ. All rights reserved.