গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর টঙ্গী পূর্ব থানায় ১৪ হাজার টাকার জাল নোটসহ একজন আটকঃ ইং ১৪/০৯/২০২৩ তারিখ ২০:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম টঙ্গী পূর্ব থানাধীন বিসিক ফকির মার্কেটস্থ জিন্স এন্ড পলো লিমিটেডের সামনে পাকা রাস্তার উপর হইতে নগদ ১৪ হাজার টাকার জাল নোটসহ একজন আসামি কামাল হোসেন (৪০), পিতা- মৃত নুরুল হাওলাদার, মাতা-মালেকা, সাং-পাতারচর, থানা-মুলাদী, জেলা-বরিশাল, এ/পি সাং-গোপালপুর, পূর্বপাড়া দেওয়ান আব্দুস ছালাম এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
ধৃত আসামি একজন পেশাদার জাল টাকার ব্যবসায়ী ।
আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা নং-২৪, তারিখ-১৫/০৯/২০২৩ ইং, ধারা-The Special Powers Act, 1974 এর 25A রুজু করা হয়।