মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার তারিখ শুক্রবার১৫/০৯/২০২৩ ইং বারহাট্টা-মোহনগঞ্জ প্রধান সড়কে চলমান কাজের ধীরগতি হওয়ায় দীর্ঘদিন ধরে সড়কটি দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন যানবাহনে চড়ে নিজ গন্তব্যের উদ্দেশে যাওয়া নেত্রকোনা-মোহনগঞ্জগামী যাত্রীদের।
বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের যাতায়াতের জন্য প্রধান সড়ক হিসাবে ব্যবহার করে বারহাট্টা-মোহনগঞ্জ প্রধান সড়কটি। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি (দৈর্ঘ ৬৮৪ মিটার এবং প্রস্ত ৭.৩ মিটার) হিসাবে ঢালাইয়ে করা হচ্ছে। তাছাড়া সড়কের ওপর যত্রতত্র রাখা হচ্ছে নির্মাণসামগ্রী। এতে রিকশা, ইজিবাইক থেকে শুরু করে ছোট-বড় যেকোনো যানবাহনরই ওই সড়কে চলাচল করতে অসুবিধা হচ্ছে। চলাচলের রাস্তায় সারাদিন-রাতই যানজট লেগেই থাকে।
এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কমসংখ্যক শ্রমিক নিয়ে খুব ধীরগতিতে কাজ করছে । এখন পর্যন্ত মূল কাজের অর্ধেকও সম্পন্ন হয়নি।
এই প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন জানান, এলাকাবাসীর সাময়িক ভোগান্তি হচ্ছে তবে, কাজ দ্রুতগতিতেই হচ্ছে। কার্যাদেশ দেরিতে পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবে বলে, তারা আসাবাদি।