মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন ইসলামপুর গ্রামে বাড়ির পাশে বাঁশঝাড়ের গর্তে মিলল সাপের ৪২টি ডিম। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আাজ (২০ সেপ্টেম্বর) বুধবার উপজেলার ইসলামপুর গ্রামের মজনু মিয়ার বাড়ির পাশে বাঁশঝাড়ে এসব ডিম মিলেছে বলে জানিয়েছেন, নেত্রকোনা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছায়েদুল ইসলাম।
মজনু মিয়ার প্রতিবেশী মিলন মিয়া বলেন, যে জঙ্গলে বাঁশঝাড়টি রয়েছে প্রায়ই সেখানে সাপ পাওয়া যায়। আজ সকালে বাড়ির ছেলে-মেয়েরা জঙ্গলের পাশে খেলতে গিয়ে কয়েকটি বড় বড় ডিম দেখতে পায়। তখন তারা বাড়ি ও আশপাশের লোকজনদের জানায়। পরে লোকজন সেগুলোকে সাপের ডিম ভেবে স্থানীয় এক ওঝাকে খবর দেয়।
ওঝা এসে মাটি খুঁড়ে ৪২টি ডিম বের করেন। তবে সাপের দেখা মেলেনি। ডিমগুলো এখন সেখানেই আছে। লোকজন ভয়ে সেখানে যাচ্ছেন না বলে জানান মজনু মিয়া।
ডিমগুলো নষ্ট না করার পরামর্শ দিয়ে বনবিভাগের কর্মকর্তা ছায়েদুল বলেন, “ডিমগুলো যেখানে যেভাবে আছে, সেগুলো সেভাবেই থাকবে। মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয় তাই আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।