শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

কুয়াকাটা সীবিচ এর গাজী রেস্তোরার খাবার স্বাদে এক ও অনন্য

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

আর কে রেজা, বিশেষ প্রতিনিধি

কুয়াকাটা সী-বিচ নামটি শুনলে মন ছুটে চলে যেতে চায় কুয়াকাটা অথবা কক্সবাজার।সাগরকন্যা কুয়াকাটা আপনার বিনোদন কে শতভাগ পরিপূর্ণ করবে সেটা বলা বাহুল্য।। কিন্তু আপনি কুয়াকাটা আসলে থাকবেন যেকোনো হোটেলে কিন্তু খাবার এর চিন্তা আপনাকে পিরা দিবে প্রতি মুহুর্তে।। আপনার এই পিরা দূর করতে আপনার জন্য মুখরোচক খাবার আর কুয়াকাটার পরিচিত খাবার এর পসরা নিয়ে জনপ্রিয় খাবার রেস্তোরাঁ গাজী রেস্তোরাঁ হাজির একদম সী -বিচ এর মুখে।।কি নেই খাবার তালিকায় আছে সামুদ্রিক আইর থেকে কোড়াল ভুনা আর ফ্রাই সাথে পোয়া থেকে লাইখ্যা।।সরিসা।ইলিশ যাদের পছন্দ তাদের জন্য গাজী রেস্তোরাঁ একদম মানানসই রেস্তোরাঁ। এছারা সকাল বিকাল নাস্তার পাশাপাশি বিরিয়ানির মেনুসহ পছন্দের সকল খাবার পাবেন এই পরিচিত রেস্তোরাঁয়।
রেস্তোরাঁর স্বত্তাধিকারী হুমায়ুন কবির আমাদের জানান আমি ৩ বছর ধরে এই রেস্তোরাঁ চালাই এবং এখন পর্যন্ত কাউকে নিরাশ করিনি ইনশাল্লাহ।।আমার প্রথম কাজ ই কাস্টমার এর মুখে সুস্বাদু খাবার তুলে দেয়া এবং আমি সাস্থ্য সচেনতা মেনে খাবার পরিবেশন করাটা আগে প্রাধান্য দিয়ে থাকি।। ঢাকার কন্ঠ পত্রিকার মাধ্যমে দেশবাসিকে জানাতে চাই কুয়াকাটা আসলে গাজী রেস্তোরাঁয় আসবেন ইনশাল্লাহ খাবার খেয়ে নিরাশ হবেন না।।উপস্থিতি অনেক কাস্টমারকে একান্ত ভাবে জিজ্ঞেস করলে তারা বলেন খাবার এর মান ভালো তবে দাম টা আর একটু হলে কম হলে ভালো হতো।। দাম নিয়ে প্রস্ন করলে হুমায়ুন কবির আমাদের জানান দ্রব্যমুল্য ঊর্ধ্বগতির কারনে সব কিছুর অস্বাভাবিক দাম বাড়ার কারনে দাম এ একটু তারতম্য হচ্ছে।।তবে গাজী রেস্তোরাঁয় আসলে সাগরকন্যা আপানকে যেমন নিরাশ করবেনা তেমনি গাজী রেস্তোরাঁ আপানকেও আপানার পছন্দের খাবারের স্বাদকে নিরাশ করবেনা।। স্বত্বাধিকারী হুমায়ুন কবির এই প্রথম কুয়াকাটায় রআপনি যদি হোটেলে বসেই সুস্বাদু খাবার খেতে চান তাহলে এই নাম্বারে ০১৭১০৭৬৪১৭৮ কল দিয়ে অর্ডার করতে পারেন।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com