বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;
নেত্রকোনা বারহাট্টায় লাইসেন্স না থাকায় এক ডেন্টাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং চার ডায়াগানস্টিককে লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২৩ সেপ্টেম্বর) শনিবার বিকালে বারহাট্টা হাসপাতাল রোড এবং বারহাট্টা অডিটোরিয়াম এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এই সময় ৫ টি ডায়াগনস্টিক সেন্টার কে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বারহাট্টা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজ রহমান এবং বারহাট্টা থানার এস আই নবী হোসেন অংশ নেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, আজ পরিচালিত অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অডিটোরিয়াম এর সামনে আলফা ডেন্টাল এর লাইসেন্স না থাকার কারনে সিলগালা করা হয়েছে। হাসপাতাল রোডে চার প্রতিষ্ঠানের ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’,’ ইক্বরা ডায়াগনস্টিক সেন্টার’, ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘পদ্ম ডায়াগনস্টিক সেন্টার’ নামে প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার কারনে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের বিভিন্ন অভিযান চলমান থাকবে।