বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চাটমোহর,পাবনা)
(সুত্রঃ কানিজ ফারজানা (বৃষ্টি)
উল্লাপাড়া,সিরাজগঞ্জ -কে উৎসর্গীত)
এক আকাশ বুকে নীলের সমাহার-
শুণ্যতায় আকাশের উদাস ভাব,
মনতো ভালবাসা দিতে উজার-
নেয়া নয়; দেওয়াই আকাশের স্বভাব…
আকাশের বুকে ফোটে তারকা রাজি-
চাঁদ উঠে ঝড়ায় মধু সিক্ত আলো,
পূর্ণিমার রাতে আকাশ প্রেমিক তেজি-
দুর করে পৃথিবীর সমস্ত ঘোরতা কালো।
তবুও আকাশ থাকে দুর বহু দুর-
কাছে চেয়েও যায়না পাওয়া তাঁকে,
আত্মার বাসনা পূরণ হয় সুমধুর-
পাওয়া যায় যদি আকাশকে বুকে!
আকাশের বুকেও আছে দুঃখ রাশি-
বেশি কষ্ট পেলে গুমরে-গুমরে কাঁদে,
আকাশের দু’টি আঁখি আছে রবি শশী-
বেদনার্ত জল জমে কখনও নিঁদে…
আকাশও ভালোবাসতে জানে-
বুঝতে পারে ভালবাসার প্রিয় কথা,
এ কথার বলতে পারো ক’জন মানে-
বোঝে ক’জনে নিঃস্ব আকাশের সখ্য’তা…..।
(তাং ২৩-০৭-২০০৮ ইং,ম হ ক ক, চলনবিল,পাবনা)