শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
আমিও একদিন গাইবো গান তুমি শুনতে পাবে-
সেদিন হয়তো চাইবে আমায় আমার নাহি রবে,
আমিতো সেদিন সুরের মূর্ছনায় গাইবো উচ্চ স্বরে-
আসতেই হবে ফিরে থাকতে পারবেনা অগোচরে!
ভুলে যাবো বিগত ব্যথা সাক্ষাতের সম্প্রীতি সুরে-
আসবে তুমি অবশ্যই থাকতে পারবেনা যে দুরে,
কথার মালা হবে গাঁথা মিলন মালা কভুও নয়-
তোমার মুখে শুনবো যে সেদিন আমার পরিচয়!
আমিতো রবো বিনয়ী সেদিন; হবোনাতো কঠিন-
কোমলতার অস্ত্রেই করতে হবে পৃথিবীকে রঙ্গিন,
হৃদয় চিত্তে মুহুর্মূহু বেগে বয়ে যাবে ভালোবাসা-
কারো প্রানে উতলে উঠেনি তা পাওয়ার প্রত্যাশা!
আমার গীতি কথা সুর ঝংকারে দুলবে যে হৃদয়-
বোবাও গাইবে প্রেমগীতি বুঝে সুর ঘাত তাল লয়,
জোয়ার-ভাটা বইবে হৃদয় হীনের প্রেম শুণ্য হৃদয়ে-
অপ্রাপ্তীর শুণ্যতা পূর্ণতায় রুপ পাবে হৃদয় জয়ে!
হয়তো আমিও তোমার কাছে আগের জায়গা পাবো-
অবজ্ঞা অবহেলা ভুলে গিয়ে চিত্তে স্বকীয়তা হারাবো!
আমার হৃদয়ে বয়ে যাওয়া ঢেউ ফিরবেনা আর তীরে-
সকলের হৃদয় গেয়ে যাবে এ হৃদয়ের গান গুনগুন সুরে…
রচনাকালঃ ২৭শে সেপ্টেম্বর ২০২৩ঈশায়ী,
দুপরঃ ১২:৫৫__০১:২০,
মহকক,চলনবিল,পাবনা।