রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
রাজধানী উত্তরায় কামারপাড়া মামস্ স্কুল প্রাঙ্গনে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি শীর্ষক আলোচনা সভা ও এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার ৩০/০৯/২০২৩ খ্রি: তারিখে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি।
সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল। উন্নত প্রযুক্তির আধুনিক শিক্ষা দান শিক্ষাদানের দৃঢ় প্রত্যায় নিয়ে প্রতিষ্ঠিত মামস্- আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তোলার অভীষ্ট লক্ষ্যের সামনে রেখে এর অগ্রযাত্রা ।
শিশুদের চরিত্র গঠনের প্রথম স্থান হল নিজগৃহে । পিতা-মাতা আত্মীয়-স্বজন পারিবারিক অনুকূল পরিবেশ শীর্ষ সৌন্দর চরিত্র গঠনের সহায়ক ভূমিকা রাখে। মানুষের রয়েছে চরিত্র গঠনমূলক শিক্ষা উপযোগী, নিরিবিলি, মনমুগ্ধ ও মনোরম পরিবেশ । সবুজ ঘাসের গালিসা পাতা সুবিশাল নিজস্ব খেলার মাঠ খোলামেলা প্রশন্ত শ্রেণিকক্ষ সুপরিসর মিলনায়তন। এবং শিশুদের সুন্দর মনের মানসিকতা গড়ে ওঠা একটি চমৎকার শিক্ষাবান্ধু শিক্ষা প্রতিষ্ঠান। শুধু মাত্র সুশিক্ষার মাধ্যমে শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা জন্যই মামস, এর সার্বিক কার্যক্রম পরিচালিত। স্কুল কর্তৃপক্ষের সার্বক্ষণিক তোদের কি সিসি ক্যামেরায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শ্রেণীকক্ষের পাঠদান পর্যবেক্ষক এডুকেশন কাউন্সিলিং অপেক্ষাকৃত কম মনোযোগী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের আয়োজন, সাধারণ শিক্ষার্থীদের মান উন্নয়নে রুটিন মাফিক শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা সহশিক্ষা কার্যক্রম ও মননশীল সংস্কৃতির চর্চা প্রভৃতি কার্যক্রমের সুন্দর ও সফল বাস্তবায়ন তা ইতিমধ্যেই উত্তরা এলাকায় মামস্ একটি আদর্শ প্রতিষ্ঠার হিসেবে পরিচিত লাভ করেছেন।
প্রধান আলোক হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম। বিশেষ আলোচনায় ছিলেন ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন আহমেদ, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল বাতেন,৫৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ,উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ নুরুল আমিন । এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক -শিক্ষিকা ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ হাবিব হাসান মহামূল্যবান বই ও ক্রেস্ট তুলে দেন।
এবং বলেন আমি দীর্ঘদিন যাবত দেখে আসছি মামহস্ শিক্ষা প্রতিষ্ঠানটি যেমন শিক্ষার মান এবং রেজাল্ট ও শৃঙ্খলার উপরে খুবই আন্তরিকভাবে শিক্ষার্থীদের কে শিক্ষাদান দিয়ে আসছেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ভাবে যদি ছেলে মেয়েদেরকে শিক্ষকদেন যেমন দিয়েছিলেন জাতিকে বিশ্বের মানুষকে উজ্জ্বল করে তুলবে শিক্ষাই জাতির মেরুদন্ড যে রকম ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন তেমনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে সর্বোচ্চ কোঠায় পৌঁছে দিয়েছেন এই বলে তার বক্তব্য শেষ করেন ।