রাসেল মোল্লা কলাপাড়া
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই স্লোগান কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) শেষ বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন'র সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সহকারী কমিশনার( ভূমি)কৌশিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হাওলাদার ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, মোঃ হুমায়ুন কবির, শাহাজাদা পারভেজ টিনু মৃধা, মোঃ মজিবুর রহমান ফকির
ইউপি সচিব মজিবুর রহমান, রাশেদ নিজাম,
কলাপাড়া পৌর সভার মহিলা কাউন্সিল মোসাঃ মনোয়ারা বেগম।
আলোচনা সভায় প্রধান অতিথি এস,এম রাকিবুল আহসান বলেন, একটি শিশুর জন্মের পর আমাদের প্রধান কাজ হচ্ছে তার জন্ম নিবন্ধন করা। সরকারের ১৮টি প্রতিষ্ঠান থেকে সেবা পেতে জন্ম নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ। কারণ ওই জন্মনিবন্ধন তার পরিচয় বহন করে।সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন,জন্ম নিবন্ধন থাকলে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকৃত তথ্য নিরূপণ করা সহজ হয়। তাই সময়মত জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার কোন বিকল্প নেই। জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।