শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
তুরাগের বউবাজারে ফুডকোর্ট মার্কেট উচ্ছেদের প্রতিবাদে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত  ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে পৃথিবী গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার তুরাগের বউবাজার মার্কেট উচেছদের প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের সঙ্গে ‘দ্বন্দ্ব’ মিটিয়ে ফেলতে পারবেন ড. ইউনূস সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে’ সরকারই সিদ্ধান্ত নেবে  প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন ১০ নভেম্বর ২০২৪ শহীদ নুর হোসেন গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক : ডা. ইরান রাজধানী,তুরাগে ছেলের হাতে মা খুন অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, 

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসিল জমি- শঙ্কায় নেত্রকোনার কৃষকরা

নিউজ দৈনিক ঢাকার কন্ঠ 

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনা তারিখ শনিবার ০৭/১০/২০২৩ ইং কয়েকদিনের টানা বৃষ্টিতে নেত্রকোনার নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলার প্রায় ১১ হাজার ৮ শত ৮২ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে।

গত তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার নিম্নাঞ্চলের প্রায় অধিকাংশ জমির রোপন কৃত আমন ধানের চারা তলিয়ে যায়। আজ শনিবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় এবং দ্রুত পানি নামতে শুরু করায় উপজেলার কৃষি কর্মকর্তারা আশা করছেন, তলিয়ে যাওয়া আমন ধানের চারা পূনরায় পনির উপর ভেসে উঠবে।

বারহাট্টা উপজেলার দশধার গ্রামের কৃষক সুবল সরকার জানান, এ বছর তিনি ৩০ কাঠা জমিতে আমন ধানের আবাদ করেছেন। তিন দিনের টানা বৃষ্টিতে ১৫-১৬ কাঠা জমির ধান পানিতে তলিয়ে গেছে। এমনভাবে আরও কয়েকদিন বৃষ্টি থাকলে আমার পুরা জমির ধানই পানির নিচে তলিয়ে যাবে।

নেত্রকোনা সদর উপজেলার তাতিয়র গ্রামের কৃষক জব্বার মিয়া জানান, আমি ভাগে জমি চাষ করি। ‘জমির মালিকের কাছ থেকে টাকা ধার করে এনে জমি লাগিয়েছি। আমার কপালই খারাপ। বৃষ্টির পানিতে জমি সব জমিই তলিয়ে গেছে’। মহাজনের টাকাই বা শোধ করবো কি করে? আর নিজের সংসারই বা চালাব কি করে? সবসময়ই এ দুঃশ্চিন্তাই করছি।

বারহাট্টা উপজেলার কৈলাটি গ্রামের মাছ চাষী বজলু মিয়া বলেন, আমার চারটা পুকুরের বেশীরভাগ মাছই পানিতে ভেসে গেছে। চারদিকে জাল দিয় বেড়া দিয়েও কোন উপায় হয় নাই।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, টানা তিন দিনের ভারী বর্ষণে প্রায় ১১ হাজার ৪ শত ৮২ হেক্টর জমির আবাদি আমন ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে নেত্রকোনা সদরে ২ হাজার ৪৭০ হেক্টর, পূর্বধলায় ২ হাজার ৩৬০ হেক্টর, দুর্গাপুরে ৪৫ হেক্টর, কলমাকান্দায় ১৮০ হেক্টর, মোহনগঞ্জে ১ হাজার ২০০ হেক্টর, বারহাট্টায় ২১৫ হেক্টর, আটপাড়ায় ১ হাজার হেক্টর, মদনে ৫০০ হেক্টর, খালিয়াজুরীতে ১২ হেক্টর ও কেন্দুয়ায় ৩ হাজার ৫০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

তিনি কৃষকদের এখনই হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, দ্রুত পানি নেমে গেলে আমন ধানের তেমন ক্ষতি হবে না।

নেত্রকোনা জেলা মৎস্য কর্মবর্তা মোহাম্মদ শাহজাহান কবীর জানান, অতিবৃষ্টিতে জেলার ৭০৫টি পুকুরের মাছ ভেসে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ৮ কোটি ১৫ লক্ষ টাকা।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারওয়ার জাহান জানান, শনিবার বেলা ১২টা পর্যন্ত উব্দাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার মাত্র দশমিক ৩১ সেন্টিমিটার নীচ দিয়ে, ধনু নদীর পানি খালিয়াজুড়ি পয়েন্টে বিপৎসীমার ১.৮০ সেন্টিমিটার নীচ দিয়ে, সোমেশ্বরী নদী পানি বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৫.২২ সেমি ও দুর্গাপুরে ২.৪০ সেন্টিমিটার নীচ দিয়ে ও কংশ নদীর পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ২.৩৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

দৈনিক ঢাকার কন্ঠ
© All rights reserved © 2012 ThemesBazar.Com
Design & Developed BY Hostitbd.Com