শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সন্তান এডিএম শহিদুল ইসলামকে গণসংবর্ধনা ও বর্তমান সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের উপর আলোচনা সভার আয়োজন করেন ভেলুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। শনিবার বিকেলে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার মাঠে এ সভার আয়োজন করা হয়।
ভেলুয়া ইউনিয়ন আ”লীগের সভাপতি মো. রেজাউল করিম এর সভাপতিত্বে এবং ভেলুয়া ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ও ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি চন্দ্র মোদক এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের দিক উল্লেখ করে বক্তব্য রাখেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার।
এসময় অন্যান্যদের মাঝে বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, আব্দুছ সালাম, ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা,
ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু হানিফ, আ’লীগ নেতা মাসুদ রানা, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে শেরপুর- ৩ আসনে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়ার জন্যে জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন।
উক্ত গণসংবর্ধনায় বিভিন্ন স্তরের প্রায় তিন সহাস্রধিক মানুষ অংশ গ্রহন করেন।