বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন
আর কে রেজা,বিশেষ প্রতিনিধি গাজীপুর
ধারাবাহিক দালালমুক্ত অভিযানে শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এখন টপ অফ দা হেডলাইন।আবারও দালাল এর অপ্রতিরোধ্য দেয়াল ভেঙ্গে দিলো সময়ের সাহসি যোদ্ধা শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের প্লাটুন কমান্ডার শফিকুল ইসলাম।
বরাবর হাসপাতাল প্রাঙ্গন দালালদের ডেরা থেকে মুক্ত রাখতে সজাগ শফিকুল ইসলাম।আবারও হাসপাতাল পরিচালক করোনা যোদ্ধা, বিচক্ষন ব্যাক্তিত্ব ডা. আমিনুল ইসলাম এর সাহসী পরিকল্পনায় মোবাইল কোর্ট পরিচালনা করে মো:সোহাগ মিঞা (২৮) এবং মোঃ মিজানুর রহমান (৩২) কে ১ মাস করে কারাদণ্ড প্রদান করে আবার ও অনন্য নজির স্থাপন করলেন।।
প্লাটুন কমান্ডার শফিকুল ইসলাম জানান আমাদের পরিস্রম ধীরে ধীরে সফল হচ্ছে।পরিচালক মহাদয়ের বিশেষ নির্দেশনায় আমি সহ আমার দল সজাগ দৃষ্টিতে বেগবান ইনশাল্লাহ কোন দালাল এই সুন্দর পরিবেশ কে কলুষিত করতে পারবেনা।শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল সব সময় তার সুন্দর পরিবেশ দালালমুক্ত থাকবেই থাকবে