বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
আর কে রেজা,বিশেষ প্রতিনিধি,
গাজীপুর থেকে, রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্য কে অনুসরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে, রাসেল দিবস উদযাপন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র সাবেক সফল মেয়র জাহাঙ্গীর আলম এর মমতাময়ী মা গাজীপুর এর নগরমাতা মেয়র জায়েদা খাতুন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সিটি কর্পোরেশন এর সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শেখ রাসেল এর জন্য মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হয়।