রিপোর্টার: ডি এম শাহীন ;
রাজধানীর উত্তরা উৎসবের তৃতীয় দিন রবিবার তারিখ ২২/১০/২০২৩ ইং মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ১০ মিনিটে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে রাত ৮টা ৬ মিনিটে। সোমবার সকাল ৬টা ১০ মিনিটে শুরু হবে মহানবমী পূজা। পরদিন মঙ্গলবার দশমী পূজা শুরু সকাল ৬টা ৩০মিনিট। পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৯টা ৪৯ মিনিটের মধ্যে। সন্ধ্যায় আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এ শারদীয় উৎসবের।
দুর্গোৎসব উপলক্ষে
মহানগর সার্বজনীন পূজা কমিটি ,উত্তরা পূর্ব -পশ্চিম থানা শাখা এবং উত্তরা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে উত্তরা ১১ নং সেক্টরে মাঠ ও ফ্রেন্ডস ক্লাব মাঠে স্থাপিত মন্দিরে অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়ায়) চড়ে কৈলাশ থেকে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, রোগ-শোক, হানাহানি ও মারামারি বাড়বে। অন্যদিকে কৈলাশে (স্বর্গে) বিদায়ও নেবেন ঘোড়ায় চড়ে। যার ফলে জগতে মড়ক ব্যাধি এবং প্রাণহানির মতো ঘটনা বাড়বে।
মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা
উৎসবের আহ্বায়ক শ্রী দিলীপ কাজুরীর সহপূজা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ননি গোপাল ঘোষ সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিন কমিটির সভাপতি, সেক্রেটারী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সহস্রাধিক ভক্তবৃন্দ।
আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব।