মো: হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে প্রফিট ফাউন্ডেশন কার্যালয়ে ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ও উপজেলা আইসিটি অফিসার ( সহকারী প্রোগ্রামার) মোঃ মোস্তফা চৌধুরী,
গত ২২শে অক্টোবর ২০২৩ইং রবিবার ২ঘটিকার সময প্রফিট ফাউন্ডেশন এর বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠীর বেসিক আইটি ট্রেনিং প্রকল্প -২০২৩ এর আওতায় ০৩ মাস ব্যাপী ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কার্যক্রম এ চলমান রয়েছে। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ২০০ শত জন নারী ও পুরুষ কে প্রশিক্ষণ কোর্স অংশগ্রহণ করে।
প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় করেন জেলার কালীগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আইসিটি অফিসার ( সহকারী প্রোগ্রামার) মোঃ মোস্তফা চৌধুরী, ও পিএফ এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ,সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক,নারী ও পুরুষ প্রশিক্ষণ আরতেরা বৃন্দ।