খুলনা থেকে,মোঃ গাওছিন ঢালী
খুলনার দাকোপ উপজেলার, তিলডাঙ্গা ইউনিয়ন এর শরিফা বেগমকে, একই ইউনিয়ন এর কামনিবাসী গ্রামের কিছু বখাটে ছেলে ১.সৌরভ (২১)পিতা কিংকর গোলদার, ২.সাব্বির শেখ (২২), পিতা কালাম শেখ ৩.কিংকর গোলদার (৪৫)পিতা মনসা গোলদার, ৪.গনেশ গোলদার (২৮)পিতা পরিতোষ গোলদার, তারা বিভিন্ন সময় শরিফা বেগমের বসত বাড়ি থেকে গৃহপালিত হাসঁ - মুরগী বিভিন্ন সময়ে চুরি করে ক্ষয়ক্ষতি করে আসছে,
এ ব্যাপারে তাদের কিছু বললে তারা ভুক্তভোগী শরীফার উপর আরো ক্ষিপ্ত ও রাগান্বিত থাকিয়া অত্যাচার ও নির্যাতনের মাএা দিন দিন আরো বাড়াতে থাকে, ও এক পর্যায়ে ইং ২৩/১০/২০২৩ তারিখ রাত আনুমানিক ১১.৩০ মিনিটে শরীফা বেগম খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলে ঐ সময়, সৌরভ ও সাব্বির শেখ, শরিফ বেগমের বাড়ির ভিতর গিয়ে ছাগল রাখার ঘর থেকে তিনটি ছাগল চুরি করে লইয়া যাইবার সময় আওয়াজ শুনে শরিফা ঘর থেকে বের হয়ে আসে, এবং তখন শরিফা তাদের দেখতে পায় এবং এক পর্যায়ে চোরদের চিনতে পারে, তখন তারা ছাগল তিনটি ছেড়ে দিয়ে দ্রুত পলায়ন করে, তখন ভুক্তভোগী শরিফা ও তাদের পিছু নেয়, কিন্তু তাদের ধরতে পারে না,।
কিন্তু পরদিন সকালে এই বিষয় টি এলাকার লোকদের অবহিত করে,। এতে করে তারা ক্ষিপ্ত ও রাগান্বিত থাকে, । ফলে তারই ধারাবাহিকতায় ঘটনার তারিখ ইং ২৪/১০/২০২৩ তারিখ বেলা আনুমানিক ২.০০ টার দিকে শরিফা ও তার স্বামী পার্শ্ববর্তী বিল থেকে ধানে ঔষধ দিয়ে ফেরার সময়, সাব্বির এর দোকানের সামনে আসলে, সৌরভ শরিফাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালি - গালাজ করতে থাকে শরিফার স্বামী মোহাম্মদ তৈবুর সানা কারণ জানতে চাইলে, সৌরভ ও সাব্বির, কিংকর গোলদার ও গনেশ গোলদার কে তাৎক্ষনিক ঘটনাস্থলে ডাকে,
এবং এক পর্যায়ে সবাই একযোগে শরীফা ও তার স্বামীকে কে মারতে এগিয়ে যায় তারা ভয়ে দৌড়ে তাদের বাড়িতে এসে পলায়ন করে, তারা পিছু না ছেড়ে তাদের পিছনে ধাওয়া করতে করতে এসে তাদের বসত বাড়িতে ঢুকে মারপিট শুরু করে ও উপচর্যপরি কিল,চড়, লাথি ঘুষি মারিয়া শরীফাকে গুরুতর জখম কর একপর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে ও তখন শরিফা মাটিতে লুটিয়ে পড়িলে, অত্যচারিরা একএে তার শরীরের উপর উঠে পাড়াইয়া এবং তার গলায় থাকা ৮ আনা ওজনের সোনার চেইন যার মূল্য আনুমানিক ৪৮০০০ টাকা টান দিয়ে ছিড়ে নেয়। পরে বিভিন্ন হুমকি দিয়ে তারা চলে গেলে এলাকার বিভিন্ন লোকের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়,
এবং তৎক্ষনাৎ এ ৪ জন এর বিরুদ্ধে বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।