শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
আল আমিন হাসান ,
জামালপুর সরিষাবাড়িতে নারী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার উপজেলার কামরাবাদ ইউনিয়ন পরিষদের বড়বাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে, ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ী) সংসদীয় আসনে প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের মনোনয়নের দাবিতে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে এক বিশাল “নারী সমাবেশ ও মতবিনিময়” সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪১,জামালপুর-৪ (সরিষাবাড়ী) সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিনী, গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত সাংসদ জননেতা মনজুরুল ইসলাম লিটনের ছোট বোন ফাহমিদা বুলবুল কাকলি ।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মোছাঃ ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি, যুব মহিলা লীগ, কামরাবাদ ইউনিয়ন এবং
সঞ্চালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সরিষাবাড়ী উপজেলা শাখা । এতে আরো উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।