রিপোর্টার ,শম্পা দাস ও সমরেশ রায় ,কলকাতা
আজ ২৭শে অক্টোবর শুক্রবার, রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপূজো ঘরে ঘরে, এদিকে ক্রেতারা বাজারে ঠাকুর থেকে শুরু করে ফল মূল কিনতে এসে বিপাকে পড়ছেন, কারণ সমস্ত জিনিসের চড়া দাম। তবুও তারা লক্ষ্মীকে ঘরে আনার জন্য সামর্থ মত জিনিস কেনার চেষ্টা করছেন। ক্রেতারা জানান সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু হাত দেওয়ার উপায় নাই
ঠাকুর থেকে শুরু করে সমস্ত রকম ফুল ও ফল এর দাম এতটাই চড়া যে আমাদের বাজেটে কুলাচ্ছে না।, আপেল ১৫০ থেকে ২০০ টাকা কেজি, বেদানা ২০০ থেকে ২৫০ টাকা কেজি, শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি, ফুলের মালা পার পিস কুড়ি টাকা থেকে শুরু। নাশপাতি দেড়শ টাকা কেজি, ডাব ৩০ টাকা থেকে ৫০ টাকা পার পিস, ঠাকুর ৫০০ টাকা থেকে শুরু, আগের বাড়ি যে ঠাকুর আমরা কিনেছিলাম আড়াইশো টাকা সেই ঠাকুর গড়ে হয়েছে 500 থেকে 600 টাকা, ফলে আমরা কিনতে এসে অনেকটাই বিপাকে পড়ছি,
বাজারে ভিড় করে ক্রেতারা যেমন রয়েছে, তেমনি বিক্রেতারাও পসরা সাজিয়ে বসে আছে, কিন্তু ক্রেতাদের কেনার সামর্থ্য সেই মতো নায়, কারণ দুর্গা পুজোর পরেই লক্ষ্মীপুজো এমনিতেই হাতে টান, তবুও লক্ষ্মীকে ঘরে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন কোনোভাবে পুজোর সারার, তার উপর এতটাই চড়া দাম যেটুকু করার ইচ্ছে সেটাও করা সম্ভব হচ্ছে না, তাই নমো নমো করে সারতে হবে, এদিকে পুরোহিতেরাও পুজো করার জন্য দক্ষিণা অনেক চাইছেন সব মিলিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ছে।