মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ রাজু সরদার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত যুবক রাজু উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের নূর মোহাম্মদ সরদারের ছেলে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অপেক্ষা করছে একটা যুবক। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর দীনেষ ঘোষ’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এসময় রাজুর কাছে থাকা ৪৬( ছেচল্লিশ) গ্রাম গাঁজাসহ পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে রাজু সরদার নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাজুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।