নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা,
জেলার লাকসাম উপজেলার পূর্ব ফতেপুর মৌজার দলিল নং ৬৩৭০ এ ছাপ কবলা মালিকাধীন জায়গা দখল করে আত্মসাতের অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় জনৈক ব্যক্তি গন। জানা যায়,২৯.০৭.১৯৪৬ ইং তারিখে ছাপ কবলা দলিল সূত্রে উক্ত মৌজায় আব্দুল হাকিম মিয়া, পিতা মৃত ফজলে আলী মিয়া,সা; গাজিমুড়া,থানা লাকসাম জিলা কুমিল্লা মালিক হয়।
কিন্তু বিগত মাঠ জরিপ চলা কালীন হাবিবুর রহমান মজুমদার পিতা মোহাম্মদ আলী, শাহজাহান মজুমদার, সামছুল আলম, মোরশেদ আলম সহ কতেক ব্যক্তিগণ উপরিউলিলখিত ব্যক্তির অনুপস্থিতে নিজেদের নামে খতিয়ান নং ২৮৭,জেল নং ২০৯, সৃজন করে মালিকানা দাবি করেন ও বর্তমানে উক্ত জায়গা আত্মসাত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে জানান,ছাপ কবলা মালিকাধীন জায়গার বর্তমান মালিক ওয়ারিশগণ।তাই অসহায় ছাপ কবলা দলিল সূত্রে মালিক ওয়ারিশগণ জায়গাটি ভোগদখল করতে প্রশাসন সহ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।