শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
মোঃ আনোয়ার হোসেনঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে সন্ত্রাসীদের হামলায় শাকিল (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
গত শনিবার (২৮ শে অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় উপজেলার ভাগ্যকূল ইউনিয়নের উত্তর কামারগাঁও বাইতুল নূর কবরস্থানের মেইন গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শাকিল এর মা সাহিদা নাহার (৪৬) বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কাঠালবাড়ী এলাকার মোঃ আজিজ এর ছেলে আহাদ মোল্লা(২২), সেলিম এর ছেলে ময়নুল (২৩), জাহিদের ছেলে জনি (১৯), আবুল মোল্লাএর ছেলে রাকিব (২৩), দীন ইসলামের ছেলে নিরব (২৩), মনু হাওলাদারের ছেলে শ্রাবন (৩৬), আবুল কালামের ছেলে কাশেম (২৬), জামাত আলীর ছেলে আবির (২৫), সহ অজ্ঞাতনামা ১০/১২জন শাকিল এর উপর সন্ত্রাসী হামলায় চালায়।
২৮ শে অক্টোবর সন্ধ্যার দিকে শাকিল ও প্রতিবেশী আরমান উত্তর কামারগাঁও বাইতুল নূর কবরস্থানের ভিতরে নতুন আরসিসি রাস্তায় পানি দিতে যাওয়ার সময় কবরস্থানে মেইন গেটের সামনে পৌঁছালে বিবাদীগণ পূর্ব পরিকল্পিত ভাবে দলবদ্ধ হইয়া শাকিল ও প্রতিবেশী আরমানের পথরোধ করে। তখন বিবাদী নিবর এর হুকুমে আহাদ মোল্লা তাহার হাতে থাকা ধারালো চাপাতি দিয়া হত্যার উদ্দেশ্যে শাকিল এর মাথায় কোপ মারেএবং ময়নুল ও জনি তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়া এলোপাথারী ভাবে পিটিয়ে শাকিলকে শরীরের বিভিন্নস্থানে নীলা ফুলা জখম করে। শাকিলের ডাক চিৎকার শুনে প্রতিবেশী আরমান আগাইয়া আসলে বিবাদী রাকিব, নিরব, শ্রাবন ও কাশেমগং তাহাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঁঠের বাটাম দিয়া এলোপাথারী ভাবে মারপিট করিয়া দ্রুত ঘটনা স্থল হতে পালিয়ে যায় এবং পালানোর সময় শাকিল এর গলায় থাকা ১২ আনা ওজনরে স্বর্নের চেইন, মূল্য অনুমান 60,000/- টাকা নিয়া যায় বলে অভিযোগ সূত্রে জানাযায়।
শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় লোকজন তাৎক্ষনিক ভাবে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শাকিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে ভাগ্যকুল ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য রতন শাহ্ বলেন, আমি একটি বিচারে ছিলাম পরে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।