বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
মোঃ মোরসালিন ময়মনসিংহ গৌরীপুর প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে গত ২৫ অক্টোবর কলেজ ছাত্র শরীফ হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র সমাজ ও এলাকাবাসী।
২৯ অক্টোবর রোজ রবিবার সকাল ১১ টায় মনাটি এলাকার গ্রামবাসী এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
সিধলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদিনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা যুবলীগের সদস্য আরশাদ আলী, গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন , শিধলা ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফায়েল আহমেদ, নিহত শরীফের বাবা মোঃ সবুজ মিয়া , নিহতের মা শরিফা আক্তার, দাদা নাইব উদ্দিন, চাচা বাবুল মিয়া সহ বিভিন্ন স্কুল কলেজ কোচিং এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনের শুরুতেই বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন বলেন খুনি এরশাদ সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এই খুনের আগেও তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এলাকাবাসী এবং ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমাদের দাবি এই খুনি এরশাদ কে কোনভাবেই যেন ছাড় না দেওয়া হয়, সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসি দেওয়া হোক।
পরিবারের পক্ষ থেকে নিহতের বাবা মোঃ সবুজ মিয়া বলেন আমি একজন গরিব মানুষ রিকশা চালিয়ে আমার পরিবার চলে, টাকা পয়সা দিয়ে মামলা চালানো আমার পক্ষে সম্ভব না, সরকারের কাছে আমার দাবি বিনা কারণে আমার ছেলেটাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে আমি এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, এ সময় আরো কথা বলেন নিহতের আত্মীয়-স্বজনেরা এবং কলেজ ছাত্র শরিফের সহপাঠীরা, সকলের দাবি একটাই নিহত শরীফের বিচার সুষ্ঠুভাবে হোক , এবং আসামি এরশাদকে দ্রুত ফাঁসি কার্যকর করা হোক