রাসেল মোল্লা, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি
ঢাকায় সমাবেশে পুলিশি বাধার কারনে রবিবার সকাল থেকে দেশ ব্যাপী বিএনপি হরতাল ডাকলেও বরাবরের মতো এর প্রভাব নেই পটুয়াখালীর কলাপাড়ায়। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে
উপজেলার বিভিন্ন জায়গার খোঁজ নিয়ে জানাযায়,হরতাল বাস্তবায়নে কোথাও বিএনপির নেতাকর্মীর কোন প্রভাব বিস্তার বা পিকেটিং করতে দেখা যায়নি। এদিকে গতকাল রাত থেকেই কলাপাড়া পৌরশহরের উপজেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলছে। তবে বিএনপির পক্ষথেকে শনিবার রাতে নেতা কর্মীর বাসায় পুলিশি হানাদেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অপর দিকে হরতাল মোকাবেলায় পুরো উপজেলায় মাঠ দখলে রেখেছে আওয়ামীলীগ,
যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যে কোন পরিস্থিতি মোকাবেলায় শেখহাসিনার নির্দেশে মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা। হরতালে সাধারন মানুষের জান মালের যাতে কোন ক্ষতি না হয় তার জন্য রাস্তার মোরে মোরে বাসস্টান্ড সহ জনগুরুত্বপূর্ন জায়গায় প্রস্তুত রয়েছে পুলিশের সদস্যরা।সকাল থেকে কলাপাড়া পৌরশহর,মহিপুর,ও কুয়াকাটায় যানবাহন চলছে স্বাভাবিক ভাবে। মহাসড়ক গুলোতেও দূরপাল্লার যান সহ জেলা ও বিভাগীয় শহরের যাত্রীরা গাড়িতে ভ্রমণ করছে বাঁধাহীনভাবে। সব মিলিয়ে পুরো উপজেলা এখনও পর্যন্ত হরতালের কোন প্রভাব বা কোন ধরনের দূর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার কলাপাড়ায় অবস্থান করেও হরতালের পক্ষে পিকেটিং করতে মাঠে নামতে দেখা যায়নি । উপজেলা বিএনপি'র সভাপতি হাজী হুমায়ূন শিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় এজন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদের সাথে তারমুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন নেতৃত্ব দেওয়ার মতো নেতা কলাপাড়ায় ছিল না সবাই ঢাকা ছিল তাই কর্মীদের মধ্যে ভয়ভীতি কাজ করেছে এজন্য আমরা মাঠে নামতে পারিনি।
উল্লেখ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গত ২৪ অক্টোবর মাধ্যমে বার্তার মাধ্যমে ২৮ তারিখের পরে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে নিজ নিজ এলাকায় অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয় সে নির্দেশনা মানে নি কলাপাড়া বিএনপির সম্ভাব্য ২ প্রার্থী কেন্দ্রীয় বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির।