বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি শেখ মোঃ পারভেজ :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ চরভাটপাড়া (২০)নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় মোঃ জিয়াউর রহমান জিহাদ এর সভাপতিত্বে এবং মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় কাশিয়ানী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে চর ভাটপাড়া ২০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরান হোসাইন কে, অত্র বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ আসিফ খাঁর অভিভাবক মাবিয়া বেগম এবং তার ছেলে ফয়সাল ক্লাসরুমের ভিতরে জুতা মেরে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেও প্রতিপন্ন করায় অর্ধ দিবস কর্মবিরতি অনুষ্ঠিত হয়। এ সময় কর্ম বিরতি অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বক্তব্যর সময় তিনি বলেন,আমরা এখানে বিচার করতে আশি নেই।
বিচার চাইতে এসেছি রাতইল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে, অতএব আমরা জরিমানা জেল ফাঁস দিতে আসি নেই, আমরা দেখব চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ কি বিচার দেয়?
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, কাশিয়ানী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির , প্রধান উপদেষ্টা সৈয়দ বুলবুল আহমেদ, প্রধান শিক্ষক মোঃ আসিফ, সাবেক প্রধান উপদেষ্টা সরকারি শিক্ষক সমিতির মোঃ ইব্রাহিম মুন্সী, সহ কাশিয়ানী উপজেলা শিক্ষক সমিতির প্রাথমিক বিদ্যালয় এর নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ স্থানীয় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।