মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৭) ও তামিম মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (কানিপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত রিয়ন মিয়া নামের শিশুটি ওই
গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্বজনরা জানায়, ওই সময় শিশু দুজন সবার অজান্তে বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এসময় পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করা হয়।
এরপরে তাদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুর রশিদ মন্ডল বলেন, বিলের পানিতে ডুবে দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।