প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৩, ৭:৩০ পি.এম
লালমনিরহাটে জীবনযাত্রা স্বাভাবিক ‘চলমান অবরোধে’
মো. হাসমত উল্লাহ,লালমনিরহাট
বিএনপি -জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাটে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। যাত্রী সংকটে দূরপাল্লার বাস না ছাড়লেও লোকাল ট্রেন ও ছোট যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। এছাড়া, অফিস-আদালত ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম চলছে আগের মতো।
গত(১৩ নভেম্বর)২০২৩ইং দুপুরের দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, অবরোধের দ্বিতীয় দিনে ছোট ছোট অটোরিকশা, সিএনজি চলাচল করছে যাত্রী সংকট নিয়ে। অটোরিকশা ও সিএনজি মালিকরা বলছেন, অবরোধ নয় যাত্রী সংকটে বাসগুলো চলছেনা। দিনের বেলায় আতঙ্কে যাত্রীরা চলাচল করতে চায় না। তবে, রাতে কিছু যাত্রী পাওয়া যায়। অটোরিকশা চালক নজরুল ইসলাম বলেন, রংপুর থেকে আসার পথে কয়েক জায়গায় পথ রোধ করেছিল অবরোধকারীরা। পরে পুলিশের সহায়তায় চলাচল করা হচ্ছে। এদিকে, বিকাল ৫টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের লালমনিরহাটের কোথায়ও অবরোধ সমর্থনকারীদের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।
লালমনিরহাটের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, অবরোধে আমরা সর্বদা সজাগ রয়েছি। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক ঢাকার কন্ঠ. All rights reserved.